অ্যাডোবি ইলাস্ট্রেটর পরিচিতিঃ-
চিত্র-১
চিত্র-২
প্রথমেই চিত্র-১ এবং চিত্র-২ লক্ষ করলে দেখা যাই চিত্র-১ এর ছবি জুম ব্যতীত স্পষ্ট এবং পরিস্কার দেখা যাচ্ছে। কিন্তু চিত্র-২ নং এ ছবিটি জুম অবস্থায় দেখা যাচ্ছে অস্পষ্ট। মনে হচ্ছে ছবিটি ফেটে গেছে। এখানেই ইলাস্ট্রেটর এর পার্থক্য। ইলাস্ট্রেটর এর output vector graphics যা জুম করলেও এর ছবির মানের কোন পরিবর্তন হয় না। এই কারনে প্রিন্টিং প্রেসে এর চাহিদা বিশ্বব্যাপী। কারন vector graphics যে কোন সাইজ এ নিয়ে প্রিন্ট করা যায়। এটি একটি জনপ্রিয় graphics প্রোগ্রাম। এটি ১৯৯৭ সালে প্রথম তৈরি ও বাজারজাত করা হয়। www.adobe.com এর download product list থেকে ৩০ দিনের trial প্রোডাক্ট (প্রোগ্রাম) download করে নিতে পারেন।
এছাড়া http://helpx.adobe.com/x-productkb/policy-pricing/cs6-product-downloads.html এর “free trial” অপশন থেকে download করে নিতে পারেন।
কম্পিউটার হার্ডওয়্যার রিসোর্স চাহিদা
এখানে মনে রাখা ভাল যে যেহেতু graphics এর কাজ করা হবে তাই একটি ভাল graphics কার্ড, পর্যাপ্ত র্যম ও হার্ড ডিস্ক স্পেস প্রয়োজন। নিম্নের রিসোর্স চাহিদার নিচেও হয়তো AICS6 চালানো যাবে তবে কাংখিত ফল পেতে সমস্যা হতে পারে। কম্পিউটার ধীর গতিতে কাজ করা এক্ষেত্রে একটি উধারন।
চাহিদা
A) Processor => Intel Pentium 4 or AMD Althon 64 bit Processor or Higher.
B) Microsoft Windows XP, Service Pack 3 or Higher.
C) সর্বনিম্ন 1GB RAM (3-8GB হলে ভাল হয়)।
D) সর্বনিম্ন 2GB হার্ড ডিস্ক স্পেস।
E) 1024x768 রেজুল্যশন সমর্থন বিশিষ্ট মনিটর ও Graphics কার্ড।
F) 1GB Graphics RAM (GPU RAM) হলে ভাল হয়। MAC অপারেটিং সিস্টেম এর জন্য হার্ডওয়্যার চাহিদা প্রায় একই রকম।
Setup/Installation
এবার আমরা দেখে নেই এর installation প্রক্রিয়া। যদিও এটি CS6 ভার্সনের জন্য তবে অন্য ভার্সনগুলোর জন্য নিয়ম প্রায় একি রকম।
ধরে নিচ্ছি সেটআপ প্রোগ্রাম (Adobe Illustrator CS6) সংগ্রহ করা হয়ছে এবং হার্ড ড্রাইভ বা ডিভিডি মেমোরিতে সংরক্ষিত আছে।
ধাপ-১
চিত্র-৩
প্রথমেই ইন্টারনেট কানেকশন Disconnect করে নিতে হবে। Adobe Illustrator CS6 এ ফাইল ক্লিক করে রান করি। (চিত্র-৩)
চিত্র-৪
উপরের (চিত্র-৪) এর মত Installation Process শুরু হবে।
ধাপ-২
চিত্র-৫
চিত্র-৫ এর মত একটি Welcome Screen আসবে। যেহেতু Trial Version (৩০ দিনের জন্য) Setup করবো সেহেতু এখান থেকে Try লেখাতে ক্লিক করবো।
ধাপ-৩
Adobe Software License Agreement লেখা একটি window আসবে। (চিত্র-৬)
চিত্র-৬
এখান থেকে আমরা লাইসেন্স এর বিভিন্ন শর্ত মেনে accept লেখাটিতে ক্লিক করবো।
ধাপ-৪
চিত্র-৭
এখানে প্রয়োজনীয় ডিস্ক স্পেস যা হার্ড ডিস্ক থেকে ব্যবহার হবে তা দেখাবে (চিহ্নিত স্থান)। এখানে যদি হার্ডওয়্যার, উইন্ডোজ ভার্সন বা রেজুলেশন যদি সাপোর্ট না করে তবে মেসেজ এর মত করে দেখাবে। যদি সমস্যাটি কোনভাবেই গ্রহণযোগ্য না হয় তবে ইন্সটল করতে দিবে না। এখান থেকে ইন্সটল লেখাতে ক্লিক করলে প্রোগ্রাম তার পূর্ব নির্ধারিত C;\progrum files\Adobe লোকেশনে এবং পূর্ব নির্ধারিত ভাষা সেটিংস্ এ সেটআপ হবে। এখানে শুধু ‘Install’ লেখাতে ক্লিক করবো।
ধাপ-৫
প্রয়োজনীয় ফাইল সিস্টেমে কপি হবার পর (১০০%)
চিত্র-৮
সেটআপ সম্পূর্ণ হবে।
নিচের চিত্রের মত উইন্ডো আসলে ‘close’ এ ক্লিক করলে সেটআপ সম্পূর্ণ হবে।
চিত্র-৯
No comments:
Post a Comment